জন্মস্থানের প্রতি মানুষের টান, প্রেম অপরিসীম। জীবন জীবিকার প্রয়োজনে নাটোরের মানুষ ঢাকায় থাকলেও তাই মুখিয়ে থাকে বিভিন্ন উৎসবের জন্য যেখানে দেখা মেলে নাটোরের বন্ধু-বান্ধব-প্রাণপ্রিয় এলাকাবাসীর সাথে। বেশ কয়েক বছর ধরে নাটোর উৎসব ঢাকাস্থ নাটোরবাসীর জন্য নিয়ে আসে তেমনই এক সুযোগ। সবাই উপভোগ করে, উদযাপন করে, উল্লাস করে কাটায় একটি দিন মাটির টানে, এলাকার মানুষের টানে।
নাটোর উৎসব – ২০২৩
রাজধানী ঢাকায় বসবাসকারী নাটোরবাসীর হৃদয়ের স্পন্দন ও আত্মার সংগঠন নাটোর জেলা সমিতি, ঢাকার আয়োজনে বার্ষিক সাধারণ সভা ও ‘নাটোর উৎসব’ পালিত হবে আগামী শুক্রবার (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল ও কলেজ মাঠে (আসাদগেট আড়ং এর পেছনে) এ আয়োজন চলবে সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত।
এবারের আয়োজনে যা থাকছে- বার্ষিক সাধারণ সভা, বর্ণিল স্মরণিকা, খেলাধুলা, মধ্যাহ্ন ভোজ, সংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র। সংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইবেন অপু আমান ও লুইপা, আইনুন নাহার শিউলি, আফসানা তুলি, ববি, সেতু, সুইটি প্যারিসন মেহজাবিন, সামিয়া রহমান, সাব্বিহ্, মাহমুদা ফেরদৌস, শারমিন, বিজয়, সাদিয়া, নিশি শ্রাবণী, দিতি প্রমুখ। এছাড়াও থাকবেন ম্যাজিসিয়ান স্বপন দিনার, ব্যান্ড নষ্টনীড়, কৌতুক অভিনেতা তানভীর সরকার।
অনুষ্ঠানে নাটোর জেলা সমিতি ঢাকার সকল আজীবন সদস্যসহ ঢাকায় বসবাসকারী নাটোরবাসীকে আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনটির সভাপতি মো. সামসুল আলম মল্লিক ও সাধারণ সম্পাদক এজেডএম নাফিউল ইসলাম।
উক্ত মিলন মেলায় মাননীয় প্রতিমন্ত্রী, সংসদ সদস্যগন সহ নাটোরের উচ্চপদস্থ সরকারি,বেসরকারি কর্মকর্তাবৃন্দ, সচিব,উপ-সচিব, এসপি-ডিআইজি, ছাত্র-শিক্ষক সহ সর্বস্তরের ব্যক্তিবর্গ ও কৃতিসন্তানরা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
নাটোর উৎসব অনুষ্ঠান সূচি
১. বার্ষিক সাধারণ সভা (সকাল ৯.৩০মিঃ)
ক. সভাপতি, সাধারণ সম্পাদক ও আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহণ
খ. পবিত্র ধর্ম গ্রন্থ পাঠ ও প্রয়াত সদস্যবৃন্দের মাগফিরাত কামনায় দোয়া
গ. সভাপতি কর্তৃক স্বাগত বক্তব্য, সাধারণ সম্পাদক কর্তৃক প্রতিবেদন, অর্থ সম্পাদক কর্তৃক বার্ষিক অডিট রিপোর্ট পেশ ও অনুমোদন।
ঘ. সংশোধিত গঠনতন্ত্র উপস্থাপন ও অনুমোদন
ঙ. সভাপতি কর্তৃক ধন্যবাদ জ্ঞাপন ও সাধারণ সভার সমাপ্তি ঘোষণা।
২.১ প্রথম পর্ব (সকাল ১০.৩০ মিঃ)
ক. সভাপতির স্বাগত বক্তব্য
খ. আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তি বর্গের শুভেচ্ছা বক্তব্য
গ. প্রামান্য চিত্র, লোকজ, কৌতুক, জাদু, খেলাধুলা
২.২ মধ্যাহ্ন ভোজ ও নামাজের বিরতি
মধ্যাহ্ন ভোজ – দুপুর -১২.০ টা হতে দুপুর ২.৩০ মিঃ টোকেন সাপেক্ষে
দুপুর ২ টা হতে নাটোর ও ঢাকায় বসবাসরত জুনিয়ার শিল্পী বৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠান, যারা উক্ত অনুষ্ঠানেই নির্বাচিত হবে।
২.৩ দ্বিতীয় পর্ব (বিকাল ৩.০ টা হতে ৪. টা পর্যন্ত)
ক. উৎসবে আগত সিনিয়র সিটিজেনের আলোচনা ও স্মৃতিচারণ
খ. নাটোর হতে আগত কার্তিক বাউল ও তার দলের পরিবেশনা (বিকাল ৪.০ টা হতে ৪.৩০ টা)
গ. স্থানীয় ও জাতীয় পর্যায়ের সংগীত পরিবেশন ও সংগীতের মাঝে মাঝে সৌরভের নেতৃত্বে তার দলের নৃত্য পরিবেশেনা, পাশাপাশি আবৃত্তি, কৌতুক, অন্যান্য পরিবেশনা।
ঘ. রাত ৮ টায় শুরু হবে অপু আমান ও লুইপা পরিবেশিত কনসার্ট (অন্যান্য শিল্পীবৃন্দ আইনুন নাহার শিউলি, আফসানা তিলি, ববি, সেতু, সুইটি প্যারিসন মেহজাবিন, সামিয়া রহমান, সাব্বিহ্, মাহমুদা ফেরদৌস, শারমিন, বিজয়, সাদিয়া, নিশি শ্রাবণী, দিতি এবং অন্যান্য )
৩. অনুষ্ঠানের শেষে অনুষ্ঠিত হবে রাফেল ড্র,
১ম পুরষ্কার Vision 43″ LED টেলিভিশন
RFL দুরন্ত বাইসাইকেল
ঢাকা টু কক্সবাজার ট্যুর সহ আরও অনেক আকর্ষণীয় পুরুষ্কার
৪. সবশেষে সাধারণ সম্পাদকের কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠান সমাপন।
নাটোর উৎসব-২০২০
১৩ মার্চ,২০২০, শুক্রবার অনুষ্ঠিতব্য বহুল আকাঙ্ক্ষিত ” নাটোর উৎসব-২০২০” কার্য নির্বাহী পরিষদের সিদ্ধান্ত ক্রমে অনিবার্য কারণ বশতঃ ( করোনা ভাইরাস জনিত বিদ্যমান অবস্থায় ) স্থগিত করা হয়।
নাটোর উৎসব-২০১৯
১ ফেব্রুয়ারি শুক্রবার নাটোর জেলা সমিতি, ঢাকা এর উদ্যোগে প্রতিবারের ন্যায় উৎযাপিত হয় “নাটোর উৎসব-২০১৯”
স্থানঃ মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠ।সময়ঃ সকাল ৯.০০ ঘটিকা হতে সারাদিনব্যাপী। নিবন্ধন ফি ২০০.০০ টাকা।
উৎসবে থাকবে দুপুরের মেজবান খাবার, বৈকালিন নাস্তা, বিভিন্ন ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
নাটোর উৎসব-১৮
নাটোর জেলা সমিতি,ঢাকা এর উদ্যোগে স্থগিতকৃত নাটোর উৎসব-১৮ ৩০ মার্চ’১৮ রোজ শুক্রবার মোহাম্মাদপুর শারীরিক শিক্ষা কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উৎসবে নাটোরের মাননীয় সংসদ সদস্যগণ, গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। আপনারা জনপ্রতি মাত্র ২০০/-টাকা নিবন্ধন ফি দিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নিবন্ধনের শেষ তারিখ ছিল ২৫/০৩/২০১৮। উল্লেখ্য, নাটোর জেলা সমিতি, ঢাকা’র কার্যনির্বাহী পরিষদের জরুরী সভায় অনিবার্য কারন বসতঃ ০২ মার্চ নাটোর উৎসব ২০১৮ স্থগিত করা হয়।
নাটোর উৎসব ২০১৬
১৩ জানুয়ারী ২০১৭ তারিখে মোহাম্মদপুর শারিরীক শিক্ষা কলেজ মাঠে নাটোর উৎসব ২০১৬ অনুষ্ঠিত হয়।
নাটোর উৎসব ২০১৪
১৯ ডিসেম্বর ২০১৪ তারিখে মোহাম্মদপুর শারিরীক শিক্ষা কলেজ মাঠে নাটোর উৎসব ২০১৪ অনুষ্ঠিত হয়।
নাটোর জেলা সমিতি, ঢাকা
ঢাকায় অবস্থানকারী নাটোর বাসীর আত্মার সংগঠন ও হৃদয়ের স্পন্দন হচ্ছে নাটোর জেলা সমিতি। তিন দশকের বেশি সময় ধরে এ সংগঠন, নাটোর বাসীর সম্পীতি, অগ্রগতি ও উন্নয়নে কাজ করে যাচ্ছে। নাটোরের প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণমূলক কার্যক্রমে প্রতিষ্ঠানটির অবদান সর্বমহলে প্রশংসিত হয়েছে। নাটোর জেলা সমিতি ঢাকা’র উদ্যোগে একটি ওয়েবসাইট তৈরি করেছে. যা নাটোর সমিতির উত্তরোত্তর এগিয়ে চলার সহায়ক অনুষঙ্গ হিসেবে কাজ করবে।
নাটোর জেলা সমিতি, ঢাকা’র ২০২২-২০২৩ বর্ষের নির্বাহী কমিটির সভাপতি মোঃ সামসুল আলম মল্লিক, সিইও, নিউজিল্যান্ড ডেইরী এবং সাধারণ সম্পাদক জেড এম নাফিউল ইসলাম-বিপিএম, ডিআইজি, স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ ।
নাটোর জেলা সমিতি, ঢাকার স্থায়ী ঠিকানা ও স্বপ্ন হলো পূরণ
১৯৮৪ সালে নাটোর জেলা হলেও ১৯৮৭ দিকে প্রথম ঢাকাস্থ নাটোরবাসি “নাটোর জেলা সমিতি, ঢাকা”র কর্মকাণ্ড শুরু হয়৷ তারপর ৩৩ বছরের চেষ্টার ফসল ঢাকায় সমিতির “নিজস্ব অফিস” দোয়া মাহফিলের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয় ৷ ঠিকানাঃ স্যুট নং ৮০১, সাহারা ট্রপিক্যাল সেন্টার, বাটার মো্ড়, এলিফ্যান্ট রোড, ঢাকা
নাটোর জেলা সমিতি, ঢাকা গঠনের পেক্ষাপট
নাটোর জেলা সমিতির বার্ষিক সভা উপলক্ষে একটি স্মরণিকার ‘স্মৃতির পাতা’ ।। এম এ রশিদ, সম্পাদক, নাটোর দর্পণ প্রকাশকাল ৯ এপ্রিল ১৯৯৩ সাল থেকে সংগৃহীত
“দক্ষিণ-পূর্ব এশিয়ার এক গুরুত্বপূর্ণ ভৌগলিক অবস্থানের অধিকারী আমাদের এই সুজলা-সূফলা, শস্য-শ্যামলা জন্মভূমি বাংলাদেশ। এই দেশেরই এক ঐতিহ্যবাহী ইতিহাসমণ্ডিত অঞ্চল উত্তরবংগ। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় ও ভৌগলিক দৃষ্টিকোণ হইতে উত্তরবংগ দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। এখানকার বিস্তৃত এলাকা জুড়িয়া বাংগালী ও প্রাচীন আদিবাসী সংস্কৃতির লোকজনের বসবাস। এই সুপ্রাচীন শিল্প-সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাস সমন্বিত বিস্তৃত এলাকার গণ-মানুষের চিন্তা-চেতনার মহামিলনের তীর্থস্থান নাটোর। বিভিন্ন ঐতিহাসিক কারণ ও প্রয়োজনে আজ নাটোর সমগ্র উত্তর বাংলার মধ্যমণি। দেশের দ্বিতীয় রাজধানী ” উত্তরা গণভবন” সম্মানে গর্বিত নাটোর পদ্মা, আত্রাই, বারনই, বড়াল ও নন্দকুজা বিধৌত, হালতী-ভেদরা ও চলন বিলের পবিত্র স্পর্শে ধন্য নাটোরের উর্বর শ্যামল মাটি অনেক পূর্ব হইতেই পাইয়াছে এক রাজকীয় মর্যাদা। প্রায় দুইশত বৎসর পূর্বে অর্থাৎ ১৭৯৩ সালে নাটোর পাইয়াছিল বৃহত্তর রাজশাহী (পাবনা-বগুড়ার সংযুক্ত) জেলা সদরের মর্যাদা। ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, রাজা-মহারাজার পূন্য স্মৃতিবিজড়িত নাটেরের রয়েছে এক সুবিশাল সমৃদ্ধ সূবর্ণ ইতিহাস। রাজ-রাজন্যের ধাম ও সুলতানী, নবাবী আমলের কীর্তি, অর্ধ বংগেশ্বরী পূণ্যাত্মা রাণী ভবানীর স্মৃতি, দিঘাপতিয়ার দয়ারাম রায়, বনলতা, সেনের স্মৃতি, ফকির মজনু শাহের বিদ্রোহ, গুরুদাসপুরের বিলসা গ্রামের বুড়া পীরের মাজার, চাপিলায় মোগল মসজিদ-এর স্থাপত্য, পলসুরা পাটপাড়া মসিজিদে ওহাবীআন্দোনের স্মৃতি, পাইকপাড়ায় জিন্দাপীরের মাজার ও পাঠানী মসজিদ, লালপুরে দিল্লী সুলতানের পাঠান সেনাপতি লাল খাঁর স্মৃতি, শেরশাহ-এর সরাইখানা বা গ্রান্ড ট্র্যাংক রোড নবাব সিরাজের পক্ষে রাণী ভবানীর সৈন্য পরিচালনার পথ, মেদেনীপুর জমিদারী কোম্পানীর অফিসবাড়ী, ফারায়জী আন্দোলন ও নীলকুঠির বেনিয়াদের বিরুদ্ধে বিদ্রোহ, দূরদুরিয়ার ভোলাবাড়ীয়া বাজার, ফকির চাঁদ বৈষ্ণবের আশ্রম, নওপাড়ার তারেকেয়ার জমিদারী, বধু পাড়ার কালী মন্দির, মাধবপুরের শাহী মসজিদ, বাগাতীপাড়ার মালঞ্চির ওলি আওলিয়া হযরত শাহ সূফী দানেশ মান্দের মাজার, দয়ারামপুরের রাজবাড়ী, নূরপুর মালঞ্চির জমিদার বাড়ী, নওশারায় বৃটিশ রেনউইক কোম্পানীর অফিস, সিংড়ার বজরাহার দরবার শরীফ, করচমরিয়ার কুঠিবাড়ী মন্দির, তিষিখালীর পীর হজরত খাজা দেওয়ানের মাজার, রাণী ভবানীর জাংগাল, দেশের সর্ববৃহৎ গ্রাম কলম ও বিল চলন, বড়াইগ্রাম-এর নোটাবাড়ীয়ার মোগল ফৌজের লাঠিয়াল কেল্লা, সাতইলের রাজবাড়ী ও জোড়াদীঘি, জোয়াড়ীর বিশি জমিদার, কালীকাপুরের ওনেন বাবুর জমিদারী প্রভৃতি বহুবিধ প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের সুতিকাগার নাটোর। নাটোরের ৭৩৭৮ বর্গমাইল বা ৪, ৭২, ১৯২ একর ভূমিতে বর্তমানে প্রায় ১৩ লক্ষ লোকের বসবাস। চাহিদা ও প্রয়োজন করিয়াছে যুগে যুগে নাটোরবাসীকে সচেতন। নাটোরবাসী তাই বারবার মিলিত হইয়াছে ঐতিহাসিক প্রয়োজনে। এমনি একটি প্রয়োজনে ঢাকায় অবস্থানরত নাটোরবাসী একত্রিত হইবার তাগিদ অনুভব করিয়া আসিতেছে, সুদীর্ঘকাল হইতে। বিশেষতঃ ঢাকায় অবস্থানরত ছাত্র-যুবক পেশাজীবী-ব্যবসায়ীগণ নাটোর নূতনভাবে জেলা ঘোষিত হইবার পর একটি সংগঠনের অভাব তীব্রভাবে অনুধাবন করিয়াছেন। যার ফলশ্রুতি হিসাবে বিগত বাংলা ১৩৯৪ সালের ১১ই ভাদ্র মোতাবেক ইংরেজী ১৯৮৭ সালের ২৮শে আগষ্ট রোজ শুক্রবার নাটোর জেলা সমিতি গঠিত হয়।”