এ যেন এক রূপকথার স্বর্গ গ্রাম। নেই চুরি, ডাকাতি বা মাদকের ছোবল। নেই ঝগড়া-বিবাদ। নেই কোনো রাজনৈতিক বিরোধ। এমনকি স্বাধীনতার পর এ গ্রামের কেউ কখনও মামলা করতে থানায় যায়নি। সুখে-দুঃখে একে অন্যের পাশে থাকেন গ্রামের সবাই। বিস্ময়কর এ গ্রামের নাম হুলহুলিয়া। আধুনিক হুলহুলিয়া গঠনে যাঁদের অবদান অনস্বীকার্য সেইসব কৃতি সন্তানদের মধ্যে শিক্ষাবিদ ও সমাজসেবক মরহুম… Continue reading নাটোরের হুলহুলিয়া যেন রূপকথার আদর্শ গ্রাম