নাটোরে প্রশিক্ষণ সুবিধা

নাটোরে প্রশিক্ষণ সুবিধা

মানবসম্পদ উন্নয়নে নাটোর জেলায় নানামুখী প্রশিক্ষণ সুবিধা রয়েছে অনলাইন ও অফলাইনে। নিচে প্রধান প্রধান প্রশিক্ষণ সুবিধা ও প্রশিক্ষণ কেন্দ্রের বিস্তারিত উপস্থাপন করা হলোঃ

অনলাইন প্রশিক্ষণ:

শিক্ষা প্রযুক্তির বর্তমান সময়ে স্মার্ট পদ্ধতি হলো অনলাইনে প্রশিক্ষণ সুবিধা গ্রহণ করা। হাতের স্মার্টফোনেই কিংবা বাসার কম্পিউটার/ল্যাপটপে বিনামূল্যে বা নামমাত্র মূল্যে দেশি/বিদেশি প্রশিক্ষণ সুবিধা গ্রহণ করা সম্ভব।

10 মিনিট স্কুল

10 মিনিট স্কুল বাংলাদেশের একটি এডটেক কোম্পানি। এটি ২০১৫ সালে চালু হয়ে ইংরেজি ভাষা, ক্লাসের পড়া, ভার্সিটিতে অ্যাডমিশন প্রস্তুতি, সরকারি চাকরির প্রস্তুতি, বিসিএস কিংবা ব্যাংকে চাকরির প্রস্তুতি, ফ্রিল্যান্সিং/পেশাগত স্কিল ডেভেলপমেন্ট, পবিত্র কোরআন শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে অনলাইন শিক্ষা এবং প্রশিক্ষণ প্রদান করে আসছে। ভিডিও লেকচার, কুইজ এবং ইন্টারেক্টিভ ক্রিয়াকলাপ সহ বিভিন্ন কোর্স এবং প্রশিক্ষণ প্রোগ্রাম অফার করে। তারা শিক্ষার্থীদের শেখার উপকরণগুলি মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে সরবরাহ করে বলে শিক্ষার্থীরা তাদের নিজস্ব গতিতে শিখতে পারে। আইইএলটিএস, জিআরই এবং জিম্যাটের মতো আন্তর্জাতিক পরীক্ষার জন্য প্রস্তুত করা শিক্ষার্থীদেরও লক্ষ্য করায়10 মিনিট স্কুলের একটি বৃহৎ ব্যবহারকারীর ভিত্তি রয়েছে এবং এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এডটেক কোম্পানি। তাদের বিনামূল্যের অনেকগুলো কোর্স রয়েছে। তাদের রয়েছে ১কোটি + শিক্ষার্থী, ৪৭লক্ষ +অ্যাপ ব্যবহারকারী, ৩,০০০+স্টাডি ম্যাটেরিয়াল, ২৪,০০০+লার্নিং কন্টেন্ট

টেন মিনিট স্কুলের প্রায় ৩০ টি ফ্রি বিভিন্ন ফ্রি রিসোর্স পাবেন এখানেঃ https://10minuteschool.com/skills/categories/1/

টেন মিনিট স্কুলের অনলাইন ব্যাচ, ৬ষ্ঠ-১০ম শ্রেণির পড়াশোনার সবকিছুর জন্য লিংকঃ https://10ms.io/lyqWBe

টেন মিনিট স্কুলের রিসোর্স হাব-ফ্রি লেকচারশিট এবং বিভিন্ন ফ্রি রিসোর্স পাবেন এখানেঃ https://10ms.io/qyqWMI

শিখো

শিখো Shikho অ্যাপটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে শিক্ষার্থীদের অতীতের কাগজপত্র, নোট এবং ভিডিও লেকচার সহ অধ্যয়ন সামগ্রীর অ্যাক্সেস প্রদান করে তাদের পরীক্ষার জন্য প্রস্তুত করতে সহায়তা করে। অ্যাপটিতে প্রশ্নোত্তর বিভাগও রয়েছে যেখানে শিক্ষার্থীরা তাদের পড়াশোনার সাথে সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা করতে এবং উত্তর দিতে পারে, সেইসাথে একটি আলোচনা ফোরাম যেখানে তারা তাদের ধারনা শেয়ার করতে এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারে। উপরন্তু, অ্যাপটি শিক্ষার্থীদের তাদের অধ্যয়নের অভ্যাস উন্নত করতে এবং তাদের সময়কে আরও কার্যকরভাবে পরিচালনা করতে সাহায্য করার জন্য বিভিন্ন সরঞ্জাম এবং সংস্থান সরবরাহ করে। ঘরে বসে স্কুল/কলেজের পড়াশোনায় দেশ সেরা শিক্ষকদের সান্নিধ্য পেতে শিখো হতে পারে আপনার/সন্তানের জন্য একটি সেরা প্ল্যাটফর্ম।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পড়ালেখা এবং পরীক্ষা প্রস্তুতির পূর্ণাঙ্গ প্রোগ্রাম-বছরজুড়ে দেশসেরা মেন্টরদের লাইভ ক্লাস, লাইভ এক্সাম, ক্লাস নোট, অ্যানিমেটেড ভিডিও-তে A+ প্রস্তুতির অনন্য সুযোগ। দারুণ সব অ্যানিমেটেড উদাহরণের ভিডিও লেসনে শেখা হবে আরও সহজ, সেরা মেন্টর ও সর্বাধুনিক প্রযুক্তির সাথে সারাদেশের ১০ লক্ষ+ শিক্ষার্থীর মানসম্মত পড়ালেখা ও পরীক্ষা প্রস্তুতির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান Shikho!

Shikho একাডেমিক প্রোগ্রাম SSC ও HSC শিক্ষার্থীদের A+ প্রস্তুতি এখানেইঃ https://shikho.com/academic-program

প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই), নাটোর

Diploma in Primary Education

ইংরেজি “DPEd” শব্দ এর পূর্ণরূপ হল Diploma in Primary Education । ডিপিএড হল বাংলাদেশের প্রাথমিক ও প্রাক-প্রাথমিক শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নরে জন্য আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও বিভিন্ন শিক্ষাবিদগণের উদ্ভাবিত তত্ত্বের আলোকে যুগোপযোগী ধ্যান-ধারণার সমন্বয়ে প্রণীত কর্মসূচি । এই কর্মসূচি প্রাথমিক শিক্ষকদের নতুন নতুন ধ্যান ধারণার সাথে তাল মিলিয়ে যুগোপযোগী কর্মকেন্দ্রিক শিখন-শেখানো পদ্ধতির উন্মেষ ঘটানোর একটি উন্নতমানের পেশাগত দক্ষতা বৃদ্ধির প্রচেষ্টার প্রথম ধাপ। পিটিআইসমূহ প্রচলিত পূর্বের সি-ইন-এড (Certificate in Education) প্রশিক্ষণের উপর ভিত্তি করে সক্রিয় বিদ্যালয় শিখন কাঠামো তৈরি করা হয়েছে। সি-ইন-এড হলো প্রশিক্ষণ কিন্তু ডিপিএড হলো শিখন। ডিপিএড কর্মসূচিতে শিক্ষার্থী-শিক্ষকগণ তাত্বিক জ্ঞান অর্জন করে শিক্ষা সম্পর্কিত গতানুগতিক ধ্যান ধারণা পরিহার করে সক্রিয়ভাবে শিখন কাজ পরিচালনায় অভ্যস্ত হবেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং গাঠনিক মূল্যায়নের মাধ্যমে শতভাগ যোগ্যতাভিত্তিক শিখন নিশ্চিত হবেন। ডিপিএড কর্মসূচিতে আইসিটি প্রয়োগ করে সকল স্তরে সম্পদের ব্যবহারের মাধ্যমে কাঙ্খিত পেশাগত দক্ষতার উন্নয়ন ঘটবে। অধ্যায় ও বিষয়ভিত্তিক জ্ঞান সম্পর্কিত করে প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং সকল কোর্স কম্পোনেন্ট এর বিস্তারিত সহায়ক সামগ্রীর সঠিক ব্যবহারের ভবিষ্যত পরিকল্পনা করতে সক্ষম হবেন। ভিপিএন্ড কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য : সক্রিয়তার মাধ্যমে শিক্ষার্থীদের শিখন কাজ পরিচালনা করার কৌশল রপ্ত করতে সহায়তা করা: শিখনে সবোর্চ্চ প্রযুক্তির ব্যবহার ও গাঠনিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের শিখন সুনিশ্চিত করা ।

“ডিপিএড” এর তথ্যাবলীঃ

  • ডিপিএড কোর্সটির মেয়াদ : ১৮ মাস।
  • ভর্তির জন্য প্রাক-প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষককদের জন্য সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক
  • ডিপিএড সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষ-শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়।
  • ২০১৫ শিক্ষাবর্ষের থেকে জুলাইয়ের পরিবর্তে জানুয়ারি মাস হতে কোর্সটির শিক্ষাবর্ষ শুরু করা হয়েছে।
  • পিটিআইতে ৪৭.৫ এবং বিদ্যালয়ে ৪৮.৫ ক্রেডিট ঘণ্টাসহ কোর্সটির ক্রেডিট ঘণ্টা : ৯৬।
  • এই কোর্সে পিটিআইতে ২০ সপ্তাহ তাত্ত্বিক শিক্ষাদান এবং প্রশিক্ষণ
  • বিদ্যালয়ে ১৬ সপ্তাহ অনুশীলন কার্যক্রমের ব্যবস্থা রাখা রয়েছে।
  • ১৮ মাসের শেষ ১৬ সপ্তাহ নিজ বিদ্যালয়ে পাঠদান অনুশীলন এবং মূল্যায়নের জন্য ২ সপ্তাহ পিটিআইতে অবস্থানের ব্যবস্থা রাখা হয়েছে।
  • মূল্যায়নের জন্য শিক্ষকমান মূল্যায়নসহ গাঠনিক ও সামষ্টিক (লিখিত পরীক্ষা) মূল্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে।
  • ডিপিএড কোর্সটি পরিচালনার জন্য প্রতিটি পিটিআইতে ১৬ জন ইনস্ট্রাক্টর এবং ৪-৬টি শ্রেণিকক্ষের ব্যবস্থা রয়েছে।
  • কোর্সটি সম্পূর্ণরূপে আবাসিক।
  • কোর্সটিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ওপর যথাযথ গুরুত্ব দেওয়া হয়েছে।

ICT:

  • সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যোগাযোগ প্রযুক্তি ব্যবহার দক্ষতা বৃদ্ধির জন্য ১২ দিন ব্যাপি ICT-in-Education বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয় ।

      এ প্রশিক্ষণের লক্ষ্য:

  •  প্রাথমিক শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) ব্যবহারের মাধ্যমে শিখন-শেখানো প্রক্রিয়ার উন্নয়ন তথা শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা ও শিক্ষকদের পেশাগত উন্নয়নে সহায়তা করা।

        এ প্রশিক্ষণের উদ্দেশ্য:

  • শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের বিষয়ে শিক্ষকদের সম্যক ধারণা দেয়া।
  • আইসিটি ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা।
  • শ্রেণিকক্ষে ব্যবহারের উপযোগী করে কিছু সহজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিভিত্তিক উপকরণ তৈরি করতে সক্ষম করে তোলা।
  • আইসিটি ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের একুশ শতকের উপযোগী বিকাশ ঘটানো।
  • অনলাইন রিসোর্স ব্যবহারে শিক্ষকদের দক্ষ করে তোলা
  • শ্রেণিকক্ষে ও পেশাগত জীবনে প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা

প্রধান শিক্ষকদের DPEd বিষয়ক প্রশিক্ষণ:

  • DPEd কোর্সের সফল বাস্তবায়ন ও মনিটরিং এর জন্য সংশ্লিষ্ঠ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ৫দিন ব্যাপি প্রশিক্ষণের আয়োজন করা হয় । যাতে তারা DPEd প্রশিক্ষণরত ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের কার্যক্রম মনিটরিং করতে পারেন ও প্রয়োজনীয় সহযোগিতা করতে পারেন।

শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক TOT প্রশিক্ষণ:

  • প্রাথমিক শিক্ষকের লক্ষ্য অর্জনের জন্য ,প্রাথমিক শিক্ষার Curriculum  Dissemination (শিক্ষাক্রম বিস্তরণ) প্রতিটি শিক্ষকের জানা দরকার ,আর প্রশিক্ষণ পরিচালনার জন্য প্রশিক্ষক দরকার হয় ।  সে লক্ষ্যেই প্রশিক্ষক তৈরীর করতেই Training of Trainer (TOT) এর আয়োজন করা হয়।

শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার, নাটোর।

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সহযোগিতায় শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন স্থাপন প্রকল্পের আওতায় নাটোর জেলায় আইটিতে দক্ষ ফ্রিল্যান্সার তৈরির উদ্দেশ্যে প্রশিক্ষণ গ্রহণের নানামুখী সুবিধা রয়েছে এখানে।

ঠিকানাঃ কান্দিভিটুয়া (পুরাতন জেলখানা), সদর হাসপাতাল রোড, নাটোর সদর, নাটোর

ইনকিউবেশন সেল বরাদ্দকারী প্রতিষ্ঠানের তালিকাঃ

ক্র:নং:প্রতিষ্ঠানের নামনাম এবং পদবীইমেইল ,ওয়েবসাইট ,মোবাইল নাম্বারমোট স্পেস(বর্গফুট)
নাটোর আইটি ইন্সঃ, সেল-০১জুয়েল রানাব্যবস্থাপনা পরিচালকMobile: 01792506114Email: [email protected]Web: nitiltd.com৫৯৪
জেবিটি আইটিসেল-০২বিক্রম কুমারব্যবস্থাপনা পরিচালকMobile: 01745615770Web:jbdit.com.bdEmail:[email protected]৬২৯
ই-এক্সপার্টসেল-০৫মোঃ রাশেদ হায়দারব্যবস্থাপনা পরিচালকMobile: 01712918163 Web:www.eeexpertbd.comEmail:[email protected]৬৬৩
সামস আইটিসেল-০৭কাউছার আহমাদব্যবস্থাপকMobile: 01758789737Web:www.samsitbd.comEmail:[email protected]৬১৬
নাটোর আইটি ইন্সঃ, সেল-০৯জুয়েল রানাব্যবস্থাপনা পরিচালকMobile: 01792506114Email:nitiltd.com Web:[email protected]৪৮৭
ড্রীম আইটিসেল-১০মো: স্বপন হোসেনব্যবস্থাপকMobile:01773962437Email:[email protected]Web:www.tunerproduct.com৬১৯
৭ ইটিসি ডিমান্ডনিফরাত মাহমুদ [email protected]৪১৭2H

নাটোর আইটি ইন্সটিটিউট

চাকুরী প্রত্যাশি, বেকার তরুণ-তরুণী ও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে নাটোর আইটি ইন্সটিটিউটে চলছে প্রফেশনাল কম্পিউটার ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম।

যোগাযোগ ও প্রশিক্ষণ কেন্দ্রঃ

শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার

সেল নং-০১, দ্বিতীয়তলা; সেল নং-৯, প্রথমতলা, কান্দিভিটা, নাটোর

👉 বিস্তারিত জানতে: ০১৭৯২৫০৬১১৪

ওয়েবপার্স লিমিটেড (Webpers Limited)

কোর্স সমুহের নামঃ

Course-01: ওয়েব এপ্লিকেশন ডেভেলপমেন্ট (বিগিনার টু অ্যাডভান্সড লেভেল) – CodeIgniter ফ্রেমওয়ার্ক – ৫০ জন

Course-02: ওয়েব এপ্লিকেশন ডেভলপমেন্ট (বিগিনার টু অ্যাডভান্সড লেভেল) – WordPress ভিত্তিক – ৫০ জন

🎯 কোর্স এর সাথে সাথে শিক্ষার্থীকে বেসিক কম্পিউটার ও ইংরেজীতে বিশেষভাবে প্রশিক্ষিত করা হবে।

🎯 সকল শিক্ষার্থীকে বিনামূল্যে শিক্ষা উপকরন প্রদান করা হবে।

🎯 আবেদনের যোগ্যতাঃ ন্যূনতম এস এস সি / এইচ এস সি বা সমমান।

সরাসরি যোগাযোগের ঠিকানা :

🏠 ওয়েবপার্স লিমিটেড (Webpers Limited)

শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার,

(পুরাতন জেলখানা), নাটোর।

মোবাইল: ০১৭৫১৩৯৭২৯১ ; ০১৭৯১৫০০৩১৪

নাটোর যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ

বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য  ১৮-৩৫ বছর বয়সের সকল যুব ও যুব মহিলাদের  যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ ট্রেডের মধ্যে আপনার চাহিদা মত প্রশিক্ষণ গ্রহণ করে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক তথা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহন করে সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানাচ্ছি। মনে রাখবেন বেকারত্ব মানুষের সৃজনশক্তি ও মনোবল নষ্ট করে দেয়। বেকার ও অদক্ষ লোক পরিবার, সমাজ তথা জাতির বোঝাস্বরূপ। প্রশিক্ষণ হচ্ছে দক্ষতা অর্জনের একমাত্র উপায়। তাই সময় নষ্ট না করে প্রশিক্ষণ নিন, দক্ষতা অর্জন করুন, প্রকল্প বাস্তবায়ন করুন এবং আত্মকর্মী হিসেবে নিজেকে গড়ে তুলুন।

যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যতম প্রধান কর্মসূচি হলো-প্রশিক্ষণ কর্মসূচি। কমপক্ষে ৮ম শ্রেণি পাশ এবং ১৮ থেকে ৩৫ বছর বয়সী যে কেউ এই প্রশিক্ষণ সুবিধা গ্রহণ করতে পারে। প্রশিক্ষণ দুই ধরণের- ১) প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ও ২) অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ।

(১) প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ: জেলা কার্যালয় অথবা যুব প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে পরিচালিত হয়।

ক) জেলা কার্যালয় অর্থাৎ উপপরিচালকের কার্যালয়, চকরামপুর, নাটোর কর্তৃক নিম্নবর্ণিত প্রশিক্ষণ কোর্সগুলি বাস্তবায়িত হয়:( সাধারণত অনাবাসিক প্রকৃতির)

 ক্রঃ নঃ প্রশিক্ষণ কোর্সের নাম কোর্সের মেয়াদ আসন সংখ্যা শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম) ভর্তি ফি ভর্তির সময় যাতায়াত ভাতা
 ০১। কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এপ্লিকেশন ৬ মাস ৭০ জন এইচ. এস. সি ১০০০ টাকা প্রতি বছরের জুলাই ও জানুয়ারি  ১/২/৩ তারিখে
 ০২। পোশাক তৈরি ৩ মাস ২৫ জন ৮ম শ্রেণি ৫০ টাকা জুলাই, অক্টো. জানু. মার্চ প্রতিদিন ১০০ টাকা
 ০৩। মৎস্যচাষ ১ মাস ২৫ জন ৮ম শ্রেণি ৫০ টাকা সেপ্টে.হতে এপ্রিল পরযন্ত প্রতি মাসের ১/২/৩ তারিখে প্রতিদিন ১০০ টাকা
 ০৪। ইলেকট্রিক্যাল এন্ড হাউজওয়্যারিং ৬ মাস ৩০ জন ৮ম শ্রেণি ৩০০ টাকা প্রতি বছরের জুলাই ও জানুয়ারি
১/২/৩ তারিখে
 ০৫। ইলেকট্রনিক্স ৬ মাস ৩০ জন ৮ম শ্রেণি ৩০০ টাকা প্রতি বছরের জুলাই ও জানুয়ারি
১/২/৩ তারিখে
 ০৬। রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং ৬ মাস ৩০ জন ৮ম শ্রেণি ৩০০ টাকা প্রতি বছরের জুলাই ও জানুয়ারি
১/২/৩ তারিখে

 এছাড়াও বাজেট বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আরও অন্যান্য প্রশিক্ষণ কোর্স বাস্তবায়ন করা হয় যেগুলির বিস্তারিত যথাসময়ে বিজ্ঞপ্তির জারীর মাধ্যমে প্রকাশ করা হয়। 

০১। মোবাইল ফোন সার্ভিসিং এন্ড রিপেয়ারিং-১ মাস

০২। বিউটিফিকেশন- ১ মাস

০৩। ফ্রি ল্যান্সিং/ আউটসোর্সিং- ১ মাস

১) (খ) প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ যা যুব প্রশিক্ষণ কেন্দ্র, লালপুর, নাটোর কর্তৃক বাস্তবায়িত হয়। প্রশিক্ষণগুলি আবাসিকভাবে পরিচালিত হয়।

 ক্রঃ নঃ প্রশিক্ষণ কোর্সের নাম কোর্সের মেয়াদ আসন সংখ্যা শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম) ভর্তি ফি ভর্তির সময়
 ০১। গবাদিপশু, হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্যচাষ ও কৃষি বিষয়ক ৩ মাস ৬০ জন ৮ম শ্রেণি ১০০ টাকা
১০০ টাকা (জামানত যা ফেরতযোগ্য)
 জুলাই, অক্টোবর, জানুয়ারি অথবা ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে)
 ০২। কৃষি ও হর্টিকালচার ১ মাস ৬০ জন ৮ম শ্রেণি ১০০ টাকা ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে
 ০৩। পশুপালন ১ মাস ৬০ জন ৮ম শ্রেণি ১০০ টাকা ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে
 ০৪। মৎস্যচাষ ১ মাস ৬০ জন ৮ম শ্রেণি ১০০ টাকা ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে
 ০৫। হাঁস-মুরগি পালন ১ মাস ৬০ জন ৮ম শ্রেণি ১০০ টাকা ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে

২) অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ: উপজেলা কার্যালয় কর্তৃক পরিচালিত হয়। এগুলি অনাবাসিকভাবে পরিচালিত হয় এবং এই প্রশিক্ষণ গ্রহণ করতে কোন ভর্তি ফি প্রদান করতে হয় না।

 ক্রঃ নঃ প্রশিক্ষণ কোর্সের নাম কোর্সের মেয়াদ আসন সংখ্যা শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম) যাতায়াত ভাতা
 ০১। পারিবারিক হাঁস-মুরগি পালন ৭ দিন ৩০ জন ৮ম শ্রেণি উপস্থিতির ভিত্তিতে প্রতিদিন ১০০ টাকা
 ০২। ছাগল পালন ৭ দিন ৩০ জন ৮ম শ্রেণিউপস্থিতির ভিত্তিতে প্রতিদিন ১০০ টাকা
০৩। পারিবারিক গাভী পালন ৭ দিন ৩০ জন ৮ম শ্রেণি উপস্থিতির ভিত্তিতে প্রতিদিন ১০০ টাকা
 ০৪।। নার্সারি ৭ দিন ৩০ জন ৮ম শ্রেণি উপস্থিতির ভিত্তিতে প্রতিদিন ১০০ টাকা

তাছাড়া, নিচের প্রশিক্ষণ সুবিধাও রয়েছেঃ

০১। গরু মোটাতাজাকরণ

০২।মৎস্যচাষ

০৩। পোশাক তৈরি

০৪। ব্লক প্রিন্টিং/বাটিক প্রিন্টিং/স্ক্রিণ প্রিন্টিং

০৫।বাঁশ ও বেতের সামগ্রি তৈরি

০৬। বসতবাড়িতে সব্জিচাষ ইত্যাদিসহ মোট ৪২টি ট্রেড। প্রশিক্ষণের মেয়াদ সাধারণত ৭ দিন অথবা ১৪ দিন।

 এ রকম আরো অনেক প্রশিক্ষণ কোর্স স্থানীয় চাহিদা বিবেচনা করে সম্পন্ন করা হয়। এ সকল প্রশিক্ষণ গ্রহণের জন্য সংশ্লিষ্ট উপজেলা কার্যালয়ে যোগাযোগ করতে হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *